২০১৯ বিশ্বকাপ নিয়ে সৌরভ গাঙ্গুলী আশাবাদী!
প্রকাশিত : ২৩:২৬, ২ অক্টোবর ২০১৮
২০১৯ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
সোমবার দেশটির দুর্গাপুরের সিটি সেন্টারে একটি জুয়েলারি দোকান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সম্প্রতি জাতীয় দল দারুণ খেলছে।’
এশিয়া কাপে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ টাই হওয়ার কারণ ওই দিন প্রায় ৫ জন প্রথম সারির ক্রিকেটারের না খেলা। তাছাড়া গোটা টুর্নামেন্টে দল বেশ ভালো খেলেছে।
সৌরভ গাঙ্গুলি বলেন, ’২০১৯ সালে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ফল করবে। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলার পেসার মুহাম্মদ সামির জায়গা যে নিশ্চিত তা-ও জানিয়ে দেন তিনি।
কেআই/ এসএইচ/